আইন-আদালত

বগুড়ার ধুনটে আসামী ছিনতাই" মামলায় শ্রমিকদল নেতা সহ গ্রেপ্তার ২

রিপোর্টার : শাহ্ আলম জীবন

শেয়ার করুন
single_post

ধুনটে আসামী ছিনতাই মামলায় দুইজন গ্রেপ্তার |ছবি: সংগৃহীত

ধুনটে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রমিকদল নেতা এবং নারী পুরুষ'সহ ১১ জন ও অজ্ঞাত আরো ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



শুক্রবার রাতে ধুনট পৌর এলাকায় চর ধুনট গ্রামে এই হামলার ঘটনা ঘটে।



ধুনট থানার এসআই হারুনার রশিদ জানায়, ১১ এপ্রিল রাত্রিকালীন ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটা মামলার কিছু আসামী ধুনট পৌর এলাকার চর ধুনট গ্রামে পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদের বাড়িতে অবস্থান করছেন। আমি ওই মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে ওসি স্যারকে জানাই। স্যারের নির্দেশে রাত আনুমানিক দুইটার সময় এ এস আই সেলিম শেখ ও দুইজন কনষ্টেবল সহ পুলিশ পিকআপ নিয়ে চর ধুনট গ্রামে ওই শ্রমিকদল নেতার ঘর থেকে এজাহারভুক্ত আসামি মহা আলম জীবনকে গ্রেপ্তার করি। এসময় শ্রমিকদলের নেতার স্বজনরা পোষাক পরিহিত পুলিশদেরকে ডাকাত বলে চিৎকার করে, তাদের চিৎকারে মহিলা সহ অন্তত ১৫/২০ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতা আব্দুল মজিদের নেতৃত্বে আসামী মহা আলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।



আসামীকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই হারুনার রশিদ সহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়। এসআই হারুনার রশিদ জানান, তারা একপর্যায়ে আহত পুলিশ সদস্যদের জিম্মি করে রাখে। অবস্থা অবনতি দেখে থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতা আব্দুল মজিদকে গ্রেপ্তার করে।


ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন,পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রাতেই প্রধান আসামী শ্রমিকদল নেতা আব্দুল মজিদ সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইন-আদালত নিয়ে আরও পড়ুন

logo

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

প্রধান কার্যালয়- হাসপাতাল রোড হাইস্কুল মার্কেট রুম নং ১৬ ধুনট বাজার ধুনট বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ্‌ আলম জীবন

স্বত্ব © ২০২৫ জনতার দৃষ্টি

Contact Us: jonotardristy@gmail.com | Phone: 01537525161, 01715854785