রিপোর্টার : জনতার দৃষ্টি
ধুনটে উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার |ছবি: সংগৃহীত
বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত দুটি নাশকতার মামলায় গোলাম মুহিত চাঁন (৪৪) নামের এক উপজেলা যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে চাঁনকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত গোলাম মুহিত চাঁন ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গোলাম মুহিত চাঁনের বিরুদ্ধে ২০২৪ সালের ১২ নভেম্বর এবং ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারী তারিখে পৃথক দুটি মামলা দায়ের হয়।
ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইন-আদালত নিয়ে আরও পড়ুন
প্রধান কার্যালয়- হাসপাতাল রোড হাইস্কুল মার্কেট রুম নং ১৬ ধুনট বাজার ধুনট বগুড়া।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ আলম জীবন
স্বত্ব © ২০২৫ জনতার দৃষ্টি
Contact Us: jonotardristy@gmail.com | Phone: 01537525161, 01715854785